জীবন-শিশির
-আবু মুসা

আমি যেন নিতান্ত শিশির কণা
বসবাস দূর্বাঘাসের ডগায়।
সময়টা খুব অল্প আমার,
চলে যেতে হবে আসল ঠিকানায়।
আয়ুষ্কাল আমার আসছে ফুরিয়ে
তীব্র সূর্যালোকের উপস্থিতিতে ঐ,
স্নিগ্ধতা কি পেয়েছো আমার?
চাও না কি আমি এখানেই রই?
আমার কোমলতা পেলে রাখিও স্মরণ
আবার এসো স্নিগ্ধতার ভোরে,
আমি তবে আসছি এবার প্রিয়
জানিয়ে দাও বিদায় মোরে।

Facebook Comments