দিনাজপুরে খোঁজ মিলছে না সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সাফিল ইসলাম সাদ (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের। সাদ রোববার বিকেল তিনটার দিকে সে নিখোঁজ হয়।
গত রোববার পরীক্ষা শেষে সাড়ে ১১টার দিকে তার মা সহ নানার বাড়িতে যায় সাদ। বিকেল তিনটার দিকে সে হাফ হাতা চেক গেঞ্জি ও থ্রিকোয়ার্টার পড়ে বাড়ির বাইরে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। রোববার দিনগত রাত পৌনে ১২টা পর্যন্ত সাদের আর সন্ধান মেলেনি।
এই ঘটনায় সাদের বাবা শফিকুল ইসলাম কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন।
Facebook Comments