বেদেনী
– আবু তাহের
বেদেনী ক্যান এক চিমটি ব্লাউজ পরিস? ক্যান ভরা গাঙ্গে মাতিয়ে তুলিস ডিঙি নৌকোর দোল? চোখের পাতায় কাজল রাখিস, ঠোঁটের রেখায় ঘোর, শাড়ির ভাঁজে মেলে ধরিস সদ্য ফোটা ভোর! আমি ভিখারী-নদীর কাছে, নারীর কাছে, শতবার পর করেছি ঘর, মখমল জল, দেহগন্ধ হতে দেয়নি যাযাবর। নিবি? তোর তাঁবুর নিচে, নদী-উৎস ঘাসের বিছানায়
বুকের মধ্যে সাপ রেখে। মুগ্ধ হবো কামরসে, গোসল করবো তুমুল জ্যোৎস্নায়।
Facebook Comments