কবিতাঃ হৃদয়ে একুশ
কলমেঃ শিখা হাসান
১৯৫২সাল-
বাংলা ভাষার এক নতুন অধ্যায়ের নাম।
১৯৫২ সাল-
বাঙালি জাতির এক ঐতিহাসিক স্মরণ কাল।
১৯৫২ সাল-
শুরু হয় তুমুল আন্দোলন
মিছিলে মিছিলে ছাত্ররা হলো উত্তাল।
১৯৫২ সাল-
আজ স্বাধীন ভূখন্ডে তাইতো করছি আমরা
আমাদের মায়ের ভাষায় আলাপন।
১৯৫২ সাল-
সালাম,রফিক, জব্বারের
তাজা রক্তের বিনিময়ে পেলাম
মাতৃভাষার প্রাণ।
হে ভাষা সৈনিকরা তোমাদের প্রতি রইলো আমার
বিনম্র সালাম।
Facebook Comments