সাবধান হমো

পঞ্চগড়ের আঞ্চলিক ভাষায় রচিত- ফরিদুজ্জামান

0
1267

সাবধান হমো
– ফরিদুজ্জামান

মাগে মা তুই কুন্তি গেলো
টপকো আয় বাড়ি,
আইচ্চে দেশোত করোনা
করিস না ঘুরাঘুরি।
কুন্তি গেল্ বড়বাউ ভাবি
উমহাকো ডাক দে,
টপ্ ক উমহাক আস্ পা কহ
জরুরী কথা ছে।
এমন একটা রোগ আইচ্চে
কি কহিবো আর,
একজনের যদি হইচে বাড়ির
হচে সেলা সবার।

রোগটা হইল্ মা এরং কেরং
গন্ধ লাগে না,
যতো মজা হোক না কেন্ হে
খাবা মনে না।
জ্বর আসপে মাথা বিষাপে
কাসপে বুড়ার মত,
ফুসফুসের ভিতর জীবানু ঢুকে
হবে শ্বাসকষ্ট।
ঐতানে মুই কহচু গে মা
সাবধান হবা লাগবে,
খালি খালি অযথা বাহিরত্
ঘুরা নি যাবে।

সবাহে সবার লগত্ থেকু
দুরত্ রহিবে,
বাহিরত্ যদি যায়কো কাহ
মুখত মাস্ক পিন্ধিবে।
ঘনঘন হাত ধুবে সবাহে
ছাই সাবান দে,
গনায় গনায় না হইলেও
বিশ সেকেন্ড ধরে।
যদি কাহারো অসুবিধা হয়
হয় শ্বাসকষ্ট,
ডাক্তারের লগত কথা কহে
হাসপাতাল লেগাও টপ্ ক।

গরম পানি লেবু ভিটামিন
খাবে লাল চা,
নিয়মলা মানে চললে কোন
হবেনি অসুবিধা।
বাড়িত রহিমো বাড়িত খামো
যামোনি কুনুঠে,
বাঁচে রহিমো সুস্থ রহিমো
সবায় বাড়িতে।

পঞ্চগড়ের আঞ্চলিক ভাষায় রচিত
১২ জুলাই ২০২১

লেখকঃ ফরিদুজ্জামান

 

Facebook Comments