পার্বতীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
হৃদয়ে পার্বতীপুর নামের সামাজিক সংগঠনের উদ্দোগে মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২০ খ্রিষ্টাব্দ পালন করা হয় বৃক্ষরোপন কর্মসূচী। পার্বতীপুর জ্ঞানাঙ্কুর স্কুল মাঠে মেহগনি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন পারভেজ খান, সভাপতি, হৃদয়ে পার্বতীপুর। আরও উপস্থিত ছিলেন
সিনিয়র সহ- সভাপতি আহসান হাবীব নয়ন, সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান নয়ন, সহ-সভাপতি বিপ্লব, সহ-সভাপতি কাঞ্চন, সহ- সভাপতি রিপন,সাংগঠনিক সম্পাদক ইরফান খান লাল, সাধারণ সম্পাদক তানভীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক বর্ষণ, মহিলা সম্পাদক সাফিয়া, মহিলা সম্পাদক সান্তনা, যুগ্ন সাধারণ সম্পাদক আলামিন সূর্য, প্রচার সম্পাদক আবু সাইদ সোহাগ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা
গ্রুপের কার্যকরী কমিটির রেলওয়ে বিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেনের কাছে গ্রুপের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বলেন, পার্বতীপুরকে সুন্দর ভাবে সাজানোর লক্ষে কাজ করে যাচ্ছি আমরা। বৈশ্বিক উষ্ণতা এখন গোটা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। তাই আমরা বৃক্ষরোপণ কর্মসূচীকে প্রাধান্য দিয়েছি। পর্যায়ক্রমে আমরা শিক্ষাখাত, সামাজিক সহায়তা সহ বিভিন্ন কাজে অবদান রাখার চেষ্টা করব। তিনি সহ সংগঠনের অন্যান্য সদস্যরা সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সেই সাথে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক ভাবে সার্বিক সহযোগিতা কামনা করেন।
একই দিনে পার্বতীপুর বাইপাস সড়কের “রাসেল চত্বরে” একটি বকুল গাছের চারা রোপণ করা হয়।
Facebook Comments