দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের রজত জয়ন্তী ও মিলন মেলা

0
4231

দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগ প্রতিষ্ঠার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আসছে সেপ্টেম্বর মাসে মহা সমারোহে রজত জয়ন্তী ও মিলন মেলা উৎযাপন করা হবে।
এই “সিলভার জুবিলি এন্ড রিইউনিয়ন” সফল করতে ইংরেজি বিভাগের সকল বর্তমান এবং সাবেক ছাত্র-ছাত্রীদের বিভাগে বা ব্যাচ রিপ্রেজেন্টেটিভদের সাথে যোগাযোগ করে অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানানো হয়েছে।
অনুষ্ঠান বাস্তবায়ন করতে একটি মূল কমিটি গঠন করা হয়েছে এবং উপ-কমিটি গঠন, একাধিক ব্যাচ প্রতিনিধির নিকট দায়িত্ব প্রদান প্রক্রিয়াধীন রয়েছে।
অতিসত্বর ব্যাচ প্রতিনিধিদের নিকট ফরম পূরণ করতে কিংবা অনলাইনে রেজিষ্ট্রেশন করতে অনুরোধ করা হয়েছে।

অনলাইন রেজিস্ট্রেশন লিংক www.dinajpurweb/doe.

বিস্তারিত জানতে জয়েন করুন

ফেসবুক গ্রুপঃ click here to join in the group

পেজঃ পেজে লাইক দিয়ে রাখতে click করুন।

ইভেন্টঃ প্রোগ্রাম ইভেন্ট লিংক

বিভিন্ন সেশনের প্রতিনিধিদের নাম ও ফোন নাম্বার

 

Facebook Comments