যতটা দূরে গেলে বিচ্ছিন্ন হয় মানুষ
তত দূরে গিয়ে,
ভাবছি –
কি করে কাটাবো
তোমাকে ভাবার প্রহর গুলো
আচ্ছা না হয় করবো কিছু অস্থির-উদ্ভট..
ঘুম ভাংগা চোখ
খুজে নেবে সকাল কাটানোর
অন্য কোন ভাবনা।
খেয়ালি কাটবে ক’টা বিকেল,
আমার জোরহীন তন্দ্রায় তোমার সেচ্ছাগমন
অসুল হবে অদেখা ভোরে
কিন্তু যে ঘ্রাণ একান্ত তোমার-
কোন ক্রমে তা অজানায় খুঁজে পেলে
তোমার নৈকট্যে আটখানা আমার আহ্লাদ,
ব্যাথার মত আটকে যাবে বুকে।
তখন..?
সেরে উঠতে একটু সময় লাগবে তো…..!
এতটা বদলে যাবো জন্যই এত দূরে গিয়ে
যদি দেখি
– তোমার ছায়ার মত শীতল আমার চারপাশ,
ভোলাটা এট্টু কঠিন হবে বলো !
উদাস মেঘের দল আংগুল ভিজিয়ে দেয় যদি তোমার উষ্ণ করতলের মত…..
তখন খানিক চমকে উঠবো হয়ত,
তবু সময় নিয়ে তোমাকে ভুলেই যাবো একদিন ।
শেষমেষ –
যত্রতত্র উড়াবো ডাক,
প্রতিমুহূর্তে জানান দিব তোমায় –
“আমি তোমাকে ভুলে যেতে পেরেছি শান্তিময়
আমার প্রতিটা প্রশ্বাসের মতই”
Facebook Comments