প্রকাশিত হয়েছে কাব্য গ্রন্থ “অন্ধ জোনাকি”
ডেস্ক রিপোর্টঃ
“বই জ্ঞানের প্রতীক,বই আনন্দের প্রতীক”
অমর একুশে গ্রন্থ মেলার মধ্য দিয়ে প্রত্যেক বছর দেশের লেখক, কবিদের লেখা নতুন নতুন বই প্রকাশ পায়।
বই ছোট দু’ইটি অক্ষর বিশিষ্ট শব্দ হলে কি হবে? বই-ই জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। জ্ঞানের পরিধি বাড়াতে হলে বই অবশ্যই পড়তে হবে। কেননা বই যতই পড়া যাবে বিচিত্র জ্ঞানের ভান্ডার ততই বৃদ্ধি পাবে। এ বিশ্বের বড় বড় জ্ঞানী ব্যক্তিরাই ছিলেন বইপ্রেমিক। বই ছিল তাদের পরম সাথী। কবি ওমর খৈয়াম তাঁর কল্পিত স্বর্গভূমিতেও বইয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন। প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী বলেছেন, ‘রুটি মদিরা ফুরিয়ে যাবে, কিন্তু বইখানি অনন্ত যৌবনা’। জ্ঞান অর্জনের জন্য অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার মধ্য দিয়ে মানুষ বিশাল জ্ঞানরাজ্যে প্রবেশ করে এবং অনেক অজানা দিগন্ত উদ্ভাসিত হয়।
দেশে বই পাঠকের সংখ্যা যেমন কম নেই তেমনি লেখক-কবি দের প্রকাশিত গ্রন্থের সংখ্যাও কম নেই।
এবারের মেলায় প্রকাশিত হয়েছে কবি রাজ্জাক দুলালের একক কাব্য গ্রন্থ ‘অন্ধ জোনাকি’
কাব্য গ্রন্থটির ব্যাপারে কবি শাহেদ শাফায়েত বলেন, বইটির প্রত্যেকটি কাব্যের মধ্যে প্রকাশ পেয়েছে কবির মনের ভাব,প্রেম,দ্রোহ,আর্তির এক জগৎ।
কবিতার বাক প্রতিমা নির্মাণে অত্যন্ত সাহসী আর কৌশলী হয়ে কাব্যপাঠকের সামনে তুলে ধরেন এক অনন্য কাব্যভুবন। যা ছিন্দোময়তা ঋদ্ধ আর একই সঙ্গে নির্ভার। কবিতার ভাষা নির্মাণ বােধসিক্ত, স্বকীয়তায় প্রাঞ্জল আর গভীর সহজাত। বাংলা কবিতার বাকবদলের কালপর্বে দাঁড়িয়ে তাই তাঁর কবিতা হয়ে উঠেছে আরও স্বচ্ছ, সমকালীন। সহমর্মিতা ছুঁয়ে-ছুঁয়ে বার বার ছুটে ছুটে আসা। বিহানবেলার শাণিত কথার ডাক যেন তাঁর কবিতার স্বর আর শ্রুতি নির্মাণ।
কবি রাজ্জাক দুলাল-এর প্রকাশিত ‘অন্ধ জোনাকি কাব্যগ্রন্থেটি সমগ্র বাংলা কবিতার এক উল্লেখযোগ্য মাইল ফলক বলে বিবেচিত হবে।
কবি রাজ্জাক দুলাল ১৯৬৯ খ্রিষ্টাব্দে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহারে জন্মগ্রহণ করেন।
‘অন্ধ জোনাকি’কবির প্রথম একক কাব্যগ্রন্থ যা আইডিয়া প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে।
‘অন্ধ জোনাকি’ বইটি অমর একুশে গ্রন্থমেলা’র সালাম চত্বরের ২৩৫ নং স্টলে আইডিয়া প্রকাশন পাওয়া যাচ্ছে।
“রাত গভীরে তুমি আস
খুব যতনে ভালোবাস
মিষ্টি কথায় হৃদয় কাড়ো
প্রেম সোহাগী এত পারও
তোমায় নিয়ে করি কি যে
কুল পাইনা আমি নিজে।”
-কবি রাজ্জাক দুলালের
‘মনের কাব্য’থেকে নেয়া।