নতুন কবি অলিউর রহমান খানের প্রথম কাব্যগ্রন্থ ‘মেঘের ভেলায়’।

0
1368

সম্প্রতি প্রকাশ হলো নতুন কবি অলিউর রহমান খানের প্রথম কাব্যগ্রন্থ ‘মেঘের ভেলায়’। এটি প্রকাশ করেছে শিল্পতরু প্রকাশনী। পাওয়া যাচ্ছে অমর একুশের বইমেলায় ৭২০ নম্বর স্টলে।

কবির কিছু কথাঃ
গ্রামের জীবন থেকে শহুরে জীবন। নদী, মাঠ, ক্ষেতে চড়ে বেড়ানো শৈশব। মাটির কাছেই বেড়ে উঠা। প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে জীবন সংগ্রামে পথচলা। ভালোবাসি লাল সবুজের পতাকা। ভালোর আলোয় মন ভরে যায় বাংলাদেশে বাস করে। তাই মাঝে মাঝে অনুভুতিগুলো লিখে ফেলি। আর সেটাই আমার প্রথম প্রয়াস প্রথম সদ্যোজাত কবিতা শিশু “মেঘের ভেলা”। মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া।

Facebook Comments