অগ্নিকন্যা কাঁদে
বনশ্রী বড়ুয়া
এই শহরের রাস্তা জুড়ে কবিতাদের আবাস,
গভীর রাতে নিত্য সাজে
সুখের নরকবাস।
এই শহরের গলির মুখে কৃষ্ণচূড়ার বন্যা,
এই শহরের রাত্রি জানে
কবিতাদের কান্না।
এই শহরের আঁধার ঘরে খোলস পাল্টায় কেউ,
এই শহরের কুকুরগুলো
পাগলাটে ঘেউ ঘেউ।
এই শহরের অগ্নিকন্যা তনু – নুসরাত – পূজা,
এই শহরের নষ্ট পিশাচ
দিচ্ছে তাদের সাজা।
এই শহরের কন্যা শিশু আগুন রূপে আসুক,
এই শহরের পাপ বিনাশ
রক্ত গঙ্গায় ভাসুক।
Facebook Comments