অবসর
মা, চাকুরী আমায় দেয় না অবসর
তোমার কাছে যাবো বলে পণ করেছি এবারের পর!
দাদাভাই, চাকুরী আমায় দেয় না ছুটি
বন্ধুবরে লুটোপুটি
আনন্দে ঐ চিত্ত হিন্দোল।
দোস্ত আমার জানিসই তো
চাকুরী মানে চাকর খাটা
উপরের কথায় উঠাবসা
বিরুদ্ধ হৃদয় অচিন পথ হেটে চলা;
দেয় না অবসর।
চাকুরী আমায় দেয়না ছুটি দেয়না অবসর
ও দাদা ঠাকুর
যেমন কুকুর তেমন দেয় না মুগুর।
তুরুর তুরুর, সবাই ভজে ভন্ড ঠাকুর!!
নিত্য আমি ক্লান্তি ভুলি
রাঙিয়ে দেই পথের মাঝে মনের তুলি,
পাহাড় সাগর বনের মাঝে দোলনা ঝুলি
মন বাগানে স্বপ্ন বুনি।
সত্যি বলি ছন্দ খাতা খুলি
ক্লান্তি আমায় দেয় অবসর!!
আমি নদীর জলে আয়না দেখি,
বিন্দু বিন্দু পানির ছিটায় মনের চক্ষু খুলি..
পুনরায় ক্লান্তি ভুলে ভালবেসে পথ চলি..
অবসর ভুলি, চাকুরী করি, চাকর খাটি,
সত্যি বলি, চাকুরী আমায় দেয় না ছুটি লুটোপুটি
দেয় না অবসর!
অবসর || মির্জা লিও
Facebook Comments