অান্তর্জাতিক নাট্য উৎসব এবার পঞ্চগড়ে

0
1099

অান্তর্জাতিক নাট্য উৎসব এবার পঞ্চগড়ে

আল আমিন, স্টাফ রিপোর্টারঃ

“মানবতার জন্য নাটক” এই স্লোগান কে সামনে রেখে অাজ থেকে সরকারি অডিটোরিয়াম চত্বর পঞ্চগড়ে শুরু হচ্ছে ৮ দিন ব্যাপী (০৯-১৬অক্টোর,২০১৮) ভূমিজ অান্তর্জাতিক নাট্য উৎসব ২০১৮।

সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতা ও জেলা প্রশাসন পঞ্চগড় এর সহযোগীতায় বাংলাদেশ, ভারত ও নেপাল এর নাট্যদল ও সাংস্কৃতিক কর্মী দের পরিবেশনা অনুষ্ঠিত হবে এ নাট্য উৎসব। জেলায় এত বড় নাট্য উৎসব অনুষ্ঠিত হওয়ায় খুশি নাট্য কর্মী ও সাংস্কৃতিকমনা মানুষ।।

Facebook Comments