পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবিতে মানববন্ধন

দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদ

0
693

পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মোস্তাহিদ তুয্য এর সঞ্চালনায় এবং নয়ন তানবীরুল বারী এর সভাপতিত্বে পরিবেশবন্ধু নামক সংগঠনের ব্যানারে আজ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তাবিরুল ইসলাম মানিক( অবসরপ্রাপ্ত শিক্ষক)।
উক্ত মানববন্ধনে গণধিকার পরিষদের মাহফুজ বলেন, হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন ফার্মাসিস্ট আর সিভিল সার্জন তা অকপটে স্বীকার করে নিচ্ছেন। জুলাই অভ্যুত্থানের সাথে যা খুবই বেমানান।

রাষ্ট্র সংস্কার আন্দোলন পঞ্চগড়ের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা বলেন, গণঅভ্যুত্থানের পর চিকিৎসার জন্য মানববন্ধন করতে হচ্ছে যেটা দুঃখজনক।
তিনি সমন্বয়ক সারজিস আলমের উদ্দেশ্যে বলেন – আপনার নিজ উপজেলা আটোয়ারীতে চিকিৎসক নেই বললেই চলে অথচ আপনি পঞ্চগড়ে নিয়মিত যাতায়াত করছেন এবং মেলা উদ্বোধন করছেন।

স্থানীয় তরুণ উদ্যোক্তা ইমন বলেন, একশত শয্যা বিশিষ্ট হাসপাতালে ৩০০ রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন চার-পাঁচটি ওয়ার্ডে একজন ডাক্তার কিভাবে সেবা দিবে জরুরী অবস্থায়!

ওষুধ ব্যবসায়ী মোরশেদ খান বলেন- উপজেলাগুলো হতে উত্তম সেবা নিতে ফার্মাসিস্ট এর কাছে চিকিৎসা নিচ্ছে জনগণ। তিনি আরো বলেন একচল্লিশতম বিসিএস হতে মাত্র একজন ডাক্তার পায় পঞ্চগড়।

স্থানীয় তরুণ আব্দুল হাইসম বলেন, রংপুর বিভাগে চালুকৃত ২৫০ শয্যা বিশিষ্ট আটটি হসপিটাল এর মধ্যে শুধুমাত্র পঞ্চগড়েরটি উদ্বোধন হয় নাই। বাকি জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল গুলো সকল কার্যক্রম সাড়ম্বরে চলছে।
পরিবেশ বন্ধু সংগঠন ও আজকের মানববন্ধনের সভাপতি নয়ন তানবীরুল বারী স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য মহাপরিচালক প্রশাসন ডাক্তার আবু হানিফ এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, শোনা যায় সম্প্রতি চারজন নতুন ডাক্তার পঞ্চগড়ে নিয়োগ হওয়া সত্ত্বেও তারা জয়েন করেন নাই, এর মধ্যেই তারা সংশোধনের নামে এই পদায়ন বাতিল করে নিজেদের অন্যত্র নিয়োজিত রেখেছেন। পরিচালক প্রশাসন ডাক্তার আবু হানিফ স্যার আপনি দীর্ঘদিন রংপুর বিভাগের দায়িত্ব পালন করে পঞ্চগড়ে সফর করেছেন। কিন্তু মহাপরিচালক হওয়ার পরে পঞ্চগড় এই স্বাস্থ্যও চিকিৎসার বেহাল অবস্থা বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না!

আরো পড়ুন: পঞ্চগড়ের হাসপাতালগুলোতে তীব্র চিকিৎসক সংকট

নয়ন তানবীরুল বারী সমন্বয়ক সারজিস আলমকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনার উপস্থিতির খবর পঞ্চগড়ে পাই। কিন্তু আপনার নিজ উপজেলা আটোয়ারীতেই ডাক্তার সংকটের কারণে জনগণ চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছে।

অনুষ্ঠানে আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments