আটোয়ারির সাদ্দাম এর বই “শিশির” পাওয়া যাচ্ছে একুশে বই মেলায়

0
1974

আটোয়ারির সাদ্দাম এর বই “শিশির” পাওয়া যাচ্ছে একুশে বই মেলায়

 

স্টাফ রিপোর্টার।। নিউজনর্থবিডি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়েয়া ধল্লীপাড়া ছেলে ডি এস সাদ্দাম।

তার লেখা প্রথম বই শিশির পাওয়া যাচ্ছে একুশে বই মেলার ইছামতি প্রকাশনী (স্টল নং ৫৭০, ৫৭১ও আলিগড় লাইব্রেরিতে (স্টল নং ৪০৯,৪১০)।

ডি এস সাদ্দাম মাধ্যমিক পাস করে তোড়েয়া উচ্চ বিদ্যালয় থেকে এবং উচ্চ মাধ্যমিক পাস করে মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ থেকে। বর্তমানে তিনি ঢাকা কলেজ এর গণিত বিভাগ শেষ বর্ষের শিক্ষার্থী। শিশির তার প্রকাশিত ১ম বই হলেও
সে ছোট বেলা থেকে অনেক কবিতা, গান, গল্প লিখে আসছে।।

শিশির একুশে বই মেলায় প্রকাশ হলে ব্যাপক সাড়া ফেলে ১ম ১৫ দিনে প্রথম মুদ্রণ শেষ হয়ে যায়।

Facebook Comments