শিশুগুলো খেলা বন্ধ করে দাঁড়িয়ে গেছে এক ভঙ্গুর ছাদের তলায়!
বৃদ্ধগুলো কুঁজো হয়ে বসে আছে ব্যারিয়ারের প্রান্তে!
হঠাৎ করেই শাঁ করে উড়ে গেল কয়েকটি যুদ্ধবিমান!
শুরু হোলো বৃষ্টি! একের পর এক বোমার বৃষ্টি!
পরছে আর ধুম ধাম ফাটছে!
সাথে ছিন্ন ভিন্ন হচ্ছে শিশুগুলোর দেহ, বৃদ্ধগুলোর হাড়!
( মাংস গুলো শুকিয়েছে অনাহারে)
যদিও নারী গুলো শকুনের খাবার হয়েছে বহু আগেই!
তবুও পেটের সামান্য মেদ আর স্তনরেখা ফেটে চৌচির হোলো তৎক্ষণাৎ!
ত্রাণের বিনিময়ে দেহ বা দেহের বিনিময়ে ত্রাণ; যাই বলুন না কেন,
আমাদের রক্তের ঘাম কারো ধর্ষনের কারন!
বরঞ্চ;
তাদের বহুকাল আগেই উচিৎ ছিল
শেল্টার গ্রহণ করা!
চৌচির নারী, কুঁজো বৃদ্ধ বা রক্তাক্ত শিশুদের!
এখন তাদের কে বুল ডোজার দিয়ে গুড়িয়ে এক বিশাল গর্তে ঢোকাবে কেউ!
যাতে ভাঙা হাড় গুলো আর ভাঙতে না পারে বোমার আঘাতে!
অথবা;
কিছু শোকুন খেয়ে নিক যোনী, স্তন, বা মেদগুলো!
কেননা____
শকুন গুলো বোমারু বিমান গুলোকেও ছাড়িয়ে যায় উর্ধ্বে!
সকলে নিঃশ্বাস বিহীন বা এক নিঃশ্বাসে লুকিয়ে যাক গর্তে!
যাতে বোমা খুঁজে না পায় তাদের!
আণ্ডারগ্রাউণ্ড শেল্টার || নির্জল প্রবাল