আহ্বান

উৎসর্গঃ সাকিব হোসেন সাওন

0
1021

“আহ্বান”

চল আজ আলোর দিকে
যেথায় দ্বীপ্ত আলোর শিখা,
থাকবনা আর অন্ধকারে
থাকবনা আর একা ৷
অন্ধকারে তো থেকেছি অনেক
ইচ্ছে করে না আর থাকতে হেথায়,
আলো’রা যেথায় করছে খেলা
চল মোরা আজ যাব সেথায় ৷
আলোকিত হয়ে সাজাব মোরা
জীবনের এই সঙ্গা টা কে,
নতুন করে বদলে দেব
জীবনের এই অর্থ টাকে ৷
বন্ধুত্বের বন্ধনে থেকো পাশে
জীবন চলার সেই পথেও,
মনে রেখো এই বন্ধুত্ব টা কে
জীবন সন্ধ্যার শেষ প্রান্তেও ৷
অন্ধকার টা সমাজে নয়,
সমাজটাই আছে অন্ধকারে;
চল না দুজন জ্বালব আলো,
অন্ধকারময় সমাজ টা তে ৷

আহ্বান || আবু মুসা  

উৎসর্গঃ সাকিব হোসেন সাওন

 

Facebook Comments