এম. এ নাঈম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদরের হাড়িভাসা ইউনিয়নের ভূমি অফিসে ব্যপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
ভূমি নামজারি (খারিজ) করতে অতিরিক্ত টাকা নেওয়া হয় মর্মে অভিযোগ করেন ইউনিয়নের ফকির পাড়া গ্রামের মৃত জবেদ আলীর পুত্র মোঃ সোহেল রানা। তিনি জানান তার পৌনে ২৩ শতক জমির নামজারি (খারিজ) করতে ভূমি অফিসে গেলে অফিস সহায়ক মোঃ শাহজাহান ৫০০০ টাকা চাইলে ৪৫০০ টাকা দিতে রাজি হন তিনি এবং নগদ ৩৫০০ টাকা দেওয়ার পরও ২ মাস থেকে ঘুরছেন খারিজের পেছনে। যেখানে খারিজের নির্দিষ্ট ফি সর্বোচ্চ ১১৭০ টাকা।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (ভূসক) অমর চক্রবর্তীর সাথে কথা বললে তিনি বলেন, আমি এই বিষয়ে কিছুই জানিনা।
ভূমি অফিসের অনিয়মের অভিযোগে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহতেশাম রেজা বলেন কোন বিষয়ে নির্দিষ্ট ফি ছাড়া অতিরিক্ত টাকা নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
