ঈদ উপলক্ষে পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা মিষ্টি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
বুধবার (৫ জুন) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টের বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তে বিএসএফের সদস্যদের মাঝে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন সীমান্তে বিজিবির পক্ষ থেকে মিষ্টি বিনিময় করা হয়।
এসময় বিএসএফের পক্ষ থেকে বিজিবি সদস্যদের হাতেও মিষ্টি তুলে দেওয়া হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এরশাদুল হক বলেন, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ঈদসহ বিভিন্ন দিবসে বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যদের মিষ্টি বিতরণ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে বিএসএফ সদস্যদের মাঝে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।