ঈদ স্পেশাল ট্রেনের সময়সূচি

0
1863

ঈদ উল আযহা উপলক্ষে পঞ্চগড় রুটে একতা, দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস ছাড়াও স্পেশাল ট্রেন সার্ভিস চালু করতে যাচ্ছে রেলপথ মন্ত্রণালয়। মাননীয় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের ঘোষণা অনুযায়ী ট্রেনটি চালু হতে যাচ্ছে।

উক্ত ট্রেনটি জয়দেবপুর টু পঞ্চগড় রুটে চলাচল করবে। মূলত গার্মেন্টস কর্মীদের উদ্দেশ্যে এই ট্রেনটি চালুর উদ্যোগ নেয় সরকার।

“পঞ্চগড় ঈদ স্পেশাল” ট্রেনের পূর্ণাঙ্গ সময়সূচী:

ঈদ উল আযহা উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পঞ্চগড় ঈদ স্পেশাল নামক বিশেষ আন্তঃনগর ট্রেনটি ঈদের আগে ৭-৭-২০২২ তারিখ থেকে ৯-৭-২০২২ তারিখ তিন দিন এবং ঈদের পরে ১১-৭-২০২২ থেকে ১৪-৭-২০২২ তারিখ চার দিন চলাচল করবে “পঞ্চগড়-জয়দেবপুর-পঞ্চগড়” রুটে।

এই ট্রেনে ১টি স্নিগ্ধা ও ৬টি শোভন চেয়ার কোচ সংযুক্ত থাকবে । যাত্রা-বিরতি থাকবে শুধুমাত্র সান্তাহার, জয়পুরহাট, ফুলবাড়ী, বিরামপুর, পার্বতীপুর, দিনাজপুর, পীরগঞ্জ ও ঠাকুরগাঁওতে।

এই ট্রেনে রংপুর ও লালমনিরহাটের যাত্রীদের জন্য উক্ত দিনগুলোয় পার্বতীপুরে একটি স্পেশাল শাটল ট্রেনেরও ব্যবস্থা থাকবে।

বী.মু.সি.ই. ঈদ স্পেশাল -১ এর সময়সূচী :

জয়দেবপুর ছাড়বে – সন্ধ্যা ০৭:১৫
সান্তাহার – রাত ১২:১৫
জয়পুরহাট – রাত ০১:০০
বিরামপুর – রাত ০১:৪৫
ফুলবাড়ী – রাত ০২:০০
পার্বতীপুর – রাত ০২:৩০
দিনাজপুর রাত ০৩:১৫
পীরগঞ্জ – রাত ০৪:৩০
ঠাকুরগাঁও – রাত ০৪:৩৫
কিসমত – সকাল ০৫:০০
বী.মু.সি.ই পঞ্চগড় ষ্টেশনে পৌঁছাবে ভোর ০৫:২৫।

বী.মু.সি.ই ঈদ স্পেশাল-২ এর সময়সূচী:

বী.মু.সি.ই পঞ্চগড় ষ্টেশন ছাড়বে
সকাল – ০৬:২৫
কিসমত – সকাল ০৬:৪০,
ঠাকুরগাঁও – সকাল ০৭:০৫,
পীরগঞ্জ – সকাল ০৭:৩০,
দিনাজপুর – সকাল ০৮:২০,
পার্বতীপুর – সকাল ০৯:১৫,
ফুলবাড়ী – সকাল ০৯:৩৫,
বিরামপুর – সকাল ০৯:৫০,
জয়পুরহাট – সকাল ১০:২০,
সান্তাহার বেলা ১১:০০,
জয়দেবপুরে পৌঁছাবে বিকাল -০৩:৪৫ মিনিট।

ঈদের আগে পার্বতীপুর-লালমনিরহাট স্পেশাল শাটলের সময়সূচীঃ

পার্বতীপুর ছাড়বে রাত ২-৫০ মিনিটে, রংপুর রাত ৩-৫০ মিনিট, কাউনিয়া রাত ৪-১০ মিনিট, তিস্তা রাত ৪-২০ মিনিট, লালমনিরহাট পৌঁছাবে সকাল ৪-৫০ মিনিটে।

ঈদের পরে লালমনি-পার্বতীপুর স্পেশাল শাটলের সময়সূচীঃ

লালমনিরহাট ছাড়বে সকাল ৬-৫০ মিনিটে, তিস্তা সকাল ৭-১০ মিনিট, কাউনিয়া সকাল ৭-২০ মিনিট, রংপুর সকাল ৭-৫০ মিনিট, পার্বতীপুরে পৌঁছাবে সকাল ৮-৫০ মিনিটে।

স্পেশাল-১ ট্রেনের টিকেট পাওয়া যাবে কমলাপুর ও জয়দেবপুর স্টেশন থেকে। স্পেশাল-২ ট্রেনের টিকেট পাওয়া যাবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, পার্বতীপুর, রংপুর, লালমনিরহাট, সান্তাহার ও জয়পুরহাট কাউন্টার থেকে। অনলাইনে এই ট্রেনের কোনো টিকেট বিক্রি হবে না।

Facebook Comments