এই পূর্ণিমায়

এসো এই পূর্ণিমার ভরা জ্যোৎস্নায়,
মনের অব্যাক্ত যত কথা বলব আজ
আমার নিতান্ত অর্থহীন কাব্যের ভাষায়।

পিঠে পিঠ লাগিয়ে রুপোলী চন্দ্রলোক মাখব গায়ে
নিশাচর দুটো প্রাণী হব এই পূর্ণিমায়,
তিক্ত যান্ত্রিকতার ঐ স্পর্শ পেরিয়ে।

আকাশের পানে চেয়ে চলবে মধুর আলাপন,
সারাটা নিশি কেটে যাবে তবু
শেষ হবে না এই মনের কথন।

হঠাৎ পূর্ব দিগন্তে কুসুম আভা জানিয়ে দেবে এসেছে ভোর
এই পূর্ণিমা তবে সাক্ষী হয়ে থাক
খুলে দিয়ে আমার মনের দোর।

এই পূর্ণিমায় || মোঃ আবু মুসা 

Facebook Comments