কাঁচের টুকরো

0
1421

কাঁচের টুকরো

বরং আমাকে দাও
ভেঙ্গে যাওয়া একটা কাঁচের টুকরো
আমার কাছে অর্ধেক আছে
নিপুণভাবে জোড়া লাগিয়ে দেবো
পূর্বের চেয়ে আরো সুন্দর হবে
নতুনতা পূর্ণতা পাবে
মিথ্যার বেড়াজালে নির্মমতা
মুছে দিবো!!!
প্রত্যয় পাবে দর্শন ক্ষেত্র
অপেক্ষারা মুচকি হাসবে
উর্ধ্বভাগে যা হারিয়েছো
মনে নেই ?
কান্নায় ভেজা চোখ
বিবৃত হবো না প্রিয়
আমার সে ভেঙ্গে যাওয়া কাঁচের টুকরোই শ্রেয়।

কাঁচের টুকরো || সেলিম রহমান

Facebook Comments