চলেই যখন যাব মাসুদ রানা
চলেই যখন যাব-
তবে কেন মিথ্যার সাথে বসবাস?
আরো চাই. আরো চাই মনোভাব;
কত সম্পদ, কত ক্ষমতা হলে পাবো আশ্বাস
নৈতিকতা, মূল্যবোধ প্রকাশিবে-
পূরণ হবে অভাব?
পূরণ হবে না তাদের অভাব, কারণ
তারা জবরদস্তিপ্রিয়, তারা স্থুলবুদ্ধিসম্পন্ন, তারা ভালোবাসাহীন;
তাদের কর্মকাণ্ড যেন এ জীবন অমর
হঠাৎ চলে যাবে যখন,
সবই থেকে যাবে, সে থাকবে না তখন,
আমরা বুঝব কখন?
চলেই যখন যাব-
আমি হয়ত থাকব না এ ধরায়,
রাখব কিছু স্মৃতি কিছু পাতায়
তবেই মানব জীবন ধন্য।
Facebook Comments