জগদল বাজারে গাভীন গরু জবাই

মাংস বিক্রেতা পলাতক

0
1228

পঞ্চগড়ের জগদল বাজারের কাসাইখানায় গতকাল (১৮জুলাই-২০১৮) দুপুরে কসাই আব্দুল হামিদ একটি গাভীন গরু জবাই করে মাংস বিক্রয় করার সময় স্থানীয় জনতা তাকে ঘিরে ফেলে। এ সময় স্থানীয় বণিক সমিতির সভাপতি অপরাধী কসাইকে পালিয়ে যেতে সহযোগিতা করে।

প্রশাসন ঘটনা স্থলে গিয়ে পঁচামাংস, গরুর মৃত বাছুরসহ আলামত সংগ্রহ করেছে। মামলার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।এলাকাবাসী জানিয়েছেন কসাই আব্দুল হামিদ এর পূর্বেও মরা গরুর মাংস বিক্রি করতে গিয়ে জনতার রোষানলে পড়েছিল। ভরা শালিসের মজলিসে লিখিত দিয়ে সেবার রক্ষা পেয়েছিল। এলাকাবাসী কসাই আব্দুল হামিদ এর দৃষ্টান্তমূলক সাজার দাবি জানিয়েছেন।

Facebook Comments