পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হলেন হান্নানশেখ

0
1417

পঞ্চগড়ে চেয়ারম্যান হলেন হান্নান শেখ

পঞ্চগড় জেলা পরিষদের নির্বাচনে বেসরকারি ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হান্নান শেখ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত আবু তোয়বুর রহমান ২৩১ ভোট পেয়েছেন। শিক্ষানুরাগী জনাব হান্নান শেখ এভারেস্ট প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক। নিজ নামে আরেকটি হান্নান শেখ কিন্ডারগার্টেন নামেও প্রতিষ্ঠান রয়েছে তার৷ এছাড়াও তিনি পঞ্চগড় দারুল উলুম মদীনাতুল মাদ্রাসার সভাপতি। নবনির্বাচিত চেয়ারম্যান আ. হান্নান শেখ সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেই পরিচিত৷ ঠিকাদারির পাশাপাশি পঞ্চগড় বাজারে রড, সিমেন্ট, ঢেউটিনের ব্যবসা রয়েছে তার৷

আওয়ামী লীগের প্রার্থী আবু তোয়বুর রহমান তৃণমূল কর্মী থেকে উঠে আসা নেতা। তিনি দুইবার জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক হয়েছিলেন।

Facebook Comments