না পাওয়া
সিনথিয়া রহমান সানু
আমি শুধু মরীচিকার পিছে ছুটি।
যার কোনো অতীত, বর্তমান বা ভবিষ্যৎ নেই।
আমি আমার নিজস্বতা হারিয়ে ফেলেছি।
আমি শুধু স্বপ্ন বুনি, কিন্তু সত্যি হয় না।
আমি শুধু হেরে যাই, ভালোবাসার দেখা পাই না।
আমার চারপাশে হরিৎ শূন্যতা, কিন্তু আমি শান্তির দেখা পাই না।
অবশিষ্টাংশ থেকে মুক্তি খুঁজি, তবু মুক্তির দেখা মেলে না।
যার স্পর্শ আমাকে পূর্ণতা দেয়, তার অনূভুতি আজ পাই।
পড়ন্ত বিকেলে বসে জীবনের মানে খুঁজতে গিয়ে, জীবনের স্পন্দনটাই আর খুঁজে পাই না।
Facebook Comments