সেই বড় সতীন নির্বাচনে জয়ী হলেন

0
933

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন (৪, ৫ ও ৬) সদস্য পদে জয়ী হয়েছেন বড় সতীন শাহিনা বেগম। তিনি কলম প্রতীক নিয়ে বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর,২১) রাতে আটোয়ারী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল আলম শাহীনা বেগমকে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শাহিনা বেগম কলম প্রতীক নিয়ে ২ হাজার ৩৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানজিনা বেগম তালগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬৩৫ ভোট।  এদিকে প্রথমবারের মতো বড় সতীন শাহীনা বেগম সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্য নির্বাচিত হওয়ায় তার বাড়িতে বইছে আনন্দের জোয়ার। সতীনের বিজয়ে বেশ খুশি মেজ ও ছোট সতীন আকলিমা আক্তার ও রত্না আক্তার।
তৃতীয় ধাপে রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহীনা বেগম কলম প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাত-দিন স্বামীসহ তিন সতীন ছুটে বেড়ান সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহাল্লায়। বড় সতীনের জন্য বাকি দুই সতীন কলম প্রতীকে ভোট চেয়ে দোয়া ও সমর্থনের জন্য ভোটারদের বাড়ি বাড়ি যান। এই খবর কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলো।

শাহিনা বেগম বলেন, আমার নির্বাচনী এলাকায় তিনটি সাধারণ ওয়ার্ডের মানুষ আমাকে ভালোবেসে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়ী করে তাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার ভোটারদের সঙ্গে নিয়ে ওয়ার্ডের উন্নয়নের কাজ করতে চাই এবং তাদের সেবা করতে চাই। আমার জন্য আমার স্বামী ও বোনের মতো দুই সতীন অনেক কষ্ট করেছে। তাদের অবদান আমি ভুলতে পারব না। শাহীনার মেজো সতীন আকলিমা আক্তার বলেন, শাহিনা আমার বড় সতীন হলেও তিনি আমার বড় বোনোর মতো। তিনি আমাকে ছোট বোনের মতোই আদর স্নেহ করেন। তিনি আজ নারী ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। এতে আমি অনেক আনন্দিত। আমার বোন জনগণের সেবা করবে, তাদের পাশে দাঁড়াবে- এটাই বড় আনন্দ।শাহিনার স্বামী দেলওয়ার হোসাইন বলেন, আমার বড় স্ত্রী শাহীনা বেগম নারী ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় আমরা অনেক খুশি। বড় বউকে জেতাতে মেজ ও ছোট বউ যেভাবে পাশে ছিল ভবিষ্যতেও পাশে থাকব আমরা। সবার কাছে দোয়া চাই শাহিনা যেন মানুষের সেবা করে ভোটারদের দেওয়া আমানত রক্ষা করতে পারে। আমরা যেন মিলেমিশে থাকতে পারি।

Facebook Comments