নির্মাণে আছি

তাহমিদ উল ইসলাম মিতুল

0
1165

 

নিজের ভিতর অনেক খানি খুঁড়ে  খুঁড়ে

আবার নিজেকে প্রতিনিয়ত নির্মাণ করা

এই আমার নিত্য দিনের অন্তঃসার।

সেই অন্তঃসার অতঃপর খুলে ধরে আমি মেলে ধরি

আমার ভিতরে বেড়ে উঠা ভিতরের কবিকে

যে আমার শব্দের নবজাতক।

আমার ভিতরের মানুষ কে ধারণ  করি

প্রতি নিয়ত নির্মাণ করি

নিজের প্রেম যন্ত্রণা আর্তনাদ সবকিছু কে

মানবীয় সম্মন্ধসুত্রে আবদ্ধ করে

কবিতার কবিকে বুজতে চেষ্টা করি

যে শব্দ গুল আমার মাঝে বেড়ে উঠছে।

অস্তি ও নাস্তি অর্থ ও নিরর্থ সবি আজ দিপ্পমান।

আমি স্থির নই.. আমি নিশ্চিন্তও নই…

আমার শব্দ গুলো অমিমাংসিত।

প্রতি নিয়ত বেড়ে উঠা শব্দ গুচ্ছ

সন্ধানের যেন কোন শেষ নেই।

আমি কোথাও নিঃশেষিত হতে নারাজ।

উপত্যকার পর উপত্যকা পার হয়ে কোন সপ্রাণ ডাঙায়

আমি যেতে পারি আমার শব্দ নিয়ে।

যে বেড়ে উঠছে প্রতিনিয়ত আমার মাঝে

আমি লিখে যাব অমিমাংসিতের বানানে

কবিতার মনোরম শব্দ।

অন্তত নির্মাণে আছি.. তাই সাক্ষ্য দিচ্ছে।

Facebook Comments