পঞ্চগড়েও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পালন করা হলো বৃক্ষরোপণ কর্মসূচি

শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলো শুভ উদ্বোধন

0
1152
বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন (ছবিঃ লুৎফর রহমান)

মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের স্মরণে পঞ্চগড়ে ৩০ হাজার চারা গাছ রোপন করা হয়েছে। পঞ্চগড় সদর, বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী ও তেঁতুলিয়া জেলার পাঁচ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নানা ধরনের মোট ৩০ হাজার চারা রোপন করা হয়।

এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল আলীম খান ওয়ারেশী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রিয়সিন্ধু তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কবির হোসেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নবিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলামসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 সরকারের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকালে পঞ্চগড় জেলা শহরের জালাসী এলাকার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।  

বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন (ছবিঃ লুৎফর রহমান)
Facebook Comments