পঞ্চগড়ে শুরু হলো কৃষিশুমারি

0
1388

মকছেদুল ইসলামঃ ‘কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে কৃষি শুমারি শুরু হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কৃষি শুমারির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

এ সময় পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক খালেদ রাসেদুল হাসান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় তথ্য সংগ্রহকারী সদস্যসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী অংশ নেয়। জেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, জেলায় ১ হাজার ২শ’ ৬৩ জন সুপার ভাইজার ও গণনাকারী দশ দিনব্যাপী শুমারি কার্যক্রমে তথ্য সংগ্রহ করবে।

Facebook Comments