পঞ্চগড়ে স্বেচ্ছাসেবীদের মহা-মিলনমেলা

0
1480

রাব্বী ইমন, পঞ্চগড় প্রতিনিধি: দ্বিতীয়বারের ন্যায় পঞ্চগড় জেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণে হিমালয় বিনোদন পার্কে গত ১৯ নভেম্বর, শনিবার দিনব্যাপী ‘স্বেচ্ছাসেবী মিলনমেলা ও বনভোজন-২০২২’ উদযাপন করা হয়েছে।

মো. রাকিব হাসান এর উদ্যোগে ও আয়োজকবৃন্দ মো. রাব্বী ইমন, আলমগীর, রাজু, হামিদুল, ওয়াসিম, সাইদুল সহ প্রমুুুখ স্বেচ্ছাসেবীর সার্বিক তত্ত্বাবধানে এতে পঞ্চগড় জেলার ২৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের ১৩৫জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে উক্ত মিলনমেলায় প্রতিটি সংগঠনের প্রতিনিধিগণ স্বেচ্ছাসেবী কার্যক্রম এর মাধ্যমে জেলার বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করেন।

সকলের আলোচনা ও মতামতের ভিত্তিতে সকল সংগঠনের সমন্বয়ে একটি সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম গঠনের জন্য সবাই একমত হন।

প্রতিটি সংগঠন থেকে একজন প্রতিনিধি নির্বাচন করার পর উক্ত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এ্যাডভোকেট আহসান হাবীব সরকারকে সমন্বয়ক এবং প্রতিটি সংগঠনকে সদস্য করে আগামী ২ বছরের জন্য একটি কমিটি গঠন করা হয়।

এছাড়াও উক্ত মিলনমেলায় যেসকল সংগঠন অনুপস্থিত ছিলো পর্যায়ক্রমে তাদেরও সদস্য করে একই প্লাটফর্মের আওতায় আনার জন্য উপস্থিত সবাই একমত হন।
উক্ত ফোরাম মূলত পঞ্চগড় জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের জোট হিসেবে কাজ করবে।
দিনব্যাপী এই প্রোগ্রামে আলোচনা সভার পাশাপাশি বিনোদনের জন্য লাকি কুপনের ব্যবস্থা করা হয় এবং সবার মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও উক্ত মিলনমেলায় উপস্থিত সকলের জন্য উপহার ও স্মৃতিস্মারক হিসেবে টি-শার্ট, প্রত্যেকের নিজের রক্তের গ্রুপ উল্লেখসহ চাবির রিং এবং পরিবেশবন্ধু বিভিন্ন ফলজ গাছ বিতরণ করা হয়।

উক্ত আয়োজনে অংশগ্রহনকারী বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যায় স্বেচ্ছাসেবীদের এমন মহা-মিলনমেলায় অংশগ্রহণ করতে পেরে তারা অনেক আনন্দিত, প্রতিবছর যেনো এমন জমকালো আয়োজনের ব্যবস্থা করা হয় তারও জোড় দাবি জানান তারা।

সিজন-১ এ ১০/১২টি সংগঠন যুক্ত হয়েছিল। এবারে সিজন-২ এ তা বেড়ে পঁচিশে উন্নীত হয়েছে।

অংশগ্রহণকারী ২৫ টি সংগঠনের নাম ও প্রতিনিধিত্বকারীর নামের তালিকা-

১. রক্তিম পঞ্চগড়, পঞ্চগড় – আলমগীর হোসেন
২. বন্ধু ব্লাড ব্যাংক, দেবীগঞ্জ – বোরহান উদ্দীন
৩. আত্মার বন্ধন ব্লাড ফাউন্ডেশন, ময়দানদীঘি – শামীম হোসেন
৪. রক্তবন্ধু – রাব্বী ইমন
৫. করতোয়া মানব কল্যাণ সোসাইটি, ভজনপুর – হামিদুল ইসলাম
৬. বোদা উপজেলা ব্লাড ফাউন্ডেশন, বোদা – মোস্তাফিজুর রহমান
৭. হিলফুল ফুজুল ব্লাড ফাউন্ডেশন, মাগুরমারী – হেলাল হোসেন
৮. জাগরনী তরুন সংঘ, রাজমহল – শাকিল আহমেদ
৯. আল ফাতাহ ফাউন্ডেশন, তেঁতুলিয়া – সুমন ইসলাম
১০. উদ্দিপ্ত সমাজ কল্যাণ সংঘ, ভজনপুর – খাইরুল ইসলাম
১১. স্বপ্নছোঁয়া দারিদ্র কল্যাণ সংঘ, দেবীগঞ্জ – আলামিন খন্দকার
১২. আটোয়ারী মানব সেবা ফাউন্ডেশন – মাসুদ রানা
১৩. সাপোর্ট অর্গানাইজেশন, পঞ্চগড় – ফাহিম
১৪. তেঁতুলিয়া ব্লাড সোসাইটি – মিরাজ হোসেন
১৫. রক্তের বন্ধন গড়িনাবাড়ী – নাসির উদ্দীন
১৬. সেইফ লাইফ – সুজন সখি
১৭. বন্ধু সমাজ কল্যান সংঘ – রাশেদুল ইসলাম
১৮. ব্লাড ডোনেশন সোসাইটি, দশমাইল – জাফর
১৯. ইয়্যুথ ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন – সজিব
২০. উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশন, জগদল – সাইদুল ইসলাম
২১. একতা বন্ধু রক্তদান সংগঠন – রাজু
২২. ছাত্র একতা সেবা সংঘ – আশিক
২৩. কহরুহাট মানব কল্যাণ সোসাইটি – সুমন
২৪. হেল্প সোসাইটি – হুমায়ুন কবির
২৫. রক্তযোদ্ধা ব্লাড ফাউন্ডেশন, দেবীগঞ্জ – সিদ্দিক হোসেন।

 

Facebook Comments