পঞ্চগড় প্রতিনিধি মোঃআলমগীর হোসাইনঃ
পঞ্চগড় নাগরিক কমিটির আয়োজনে সোমবার শেরে বাংলা পার্ক মুক্তমঞ্চে দুর্ঘটনা মুক্ত সড়কের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। দুর্ঘটনা মুক্ত সড়ক চাই, নিরাপদে চলতে চাই। এ প্রতিপাদ্য সামনে নিয়ে ১ ঘন্টা ব্যাপি প্রতিবাদ সমাবেশ শেষে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এর হাতে নেতারা স্বারকলিপি তুলে দেন।
উল্লেখ্য ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মির্জা আবুল কালাম দুলাল (৬৫) ও নৈশ কোচ এর ধাক্কায় মটর সাইকেল আরোহী এক পরিবারের ৩ জন নিহত হন ।
এ সময় পঞ্চগড় -১ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান,জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধান,নাগরিক কমিটির সভাপতি বশিরুল আলম প্রধান,সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সরকার,সভাপতি আইনজীবী সমিতি, মির্জা নাজমুল ইসলাম কাজল,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া আনোয়ার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান জেলা পরিষদ. আকতারুন নাহার সাকী, পৌর মহিলা কাউন্সিলর দিলখুশা প্রধান বিপ্লবী সহ স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও আপামর জনতা উপস্থিত ছিলেন।