বজ্রপাতেৱ পূৰ্বাভাস জানাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া সহ দেশের ৮ স্থানে সেন্সর স্থাপন

0
1250

বজ্রপাতের ক্ষয়ক্ষতি ঠেকানাের লক্ষ্যে দেশৰাসীকে আগাম সতর্কবার্তা জানাতে দেশের আটটি স্থানে পরীক্ষামূলকভাবে বজ্রপাত নিশ্চিতকরণ যন্ত্র বা লাইটেনিং ডিটেকটিভ সেন্সর স্থাপন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৷ ২০ কোটি টাকা খরচে পটুয়াখালী, ঢাকা, চট্টগ্রাম, পঞ্চগড়ের তেঁতুলিয়া, নওগাঁর বদলগাছি, ময়মনসিংহ, সিলেট ও খুলনার কয়রায় সেন্সর বসানো হয় ৷ এ আটটি সেন্সরে পুরো দেশের চিত্র উঠে আসবে ৷ একেকটি সেন্সরের রেঞ্জ ২৫০ কিলোমিটার ৷ প্রতিটি সেন্সর থেকে ১,০০০ কিলোমিটার পর্যন্ত মনিটরিং করা যাবে। এক মৌসুমে (এপ্রিল থেকে জুন) দেশে কতৰাৱ বিদ্যুৎ চমকায় এবং বজ্রপাত হয় সেটিও সংরক্ষণ করা হবে ৷ আবহাওয়া দপ্তর দীর্ঘদিন ধরে রাডার বা স্যাটেলাইট থেকে নেয়া তথ্যের ভিত্তিতে ৰজ্রপাতের পূর্বাভাস দিতাে ৷ তবে এ নতুন ডিটেকটিভ সেন্সরের মাধ্যমে বজ্রপাতের সুনির্দিষ্ট স্থান ও সময়ের ব্যাপারে সুষ্পষ্ট তথ্য পাওয়া যাবে ৷ বজ্রপাতের সতর্কতামূলক তথ্য পাওয়ার পর তা তাৎক্ষণিকভাবে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসইিটের রিয়েল টাইমে প্রচার করা হবে ৷ মোবাইলে ওয়েদার অ্যাপের মাধ্যমে যে কেউ সেই তথ্য পাবেন ৷ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে সম্প্রতি বজ্রপাত বেশি হচ্ছে l ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অর্থাৎ ৮ বছরে দেশে বজ্রপাতের ঘটনায় ১৮০০’ৱ বেশি মানুষ মারা গেছে৷ আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ এমনকি ভারতের পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ লাইটেনিং সেন্সর ব্যবহার করে সুফল পেয়েছে ৷ সেই প্রেক্ষিতেই লাইটেনিং ডিটেকটিভ সেন্সর বসানো হয় ৷

Facebook Comments