বিডি ক্লিন পঞ্চগড় এর পরিচ্ছন্নতা অভিযান
অাল অামিন, স্টাফ রিপোর্টার নিউজনর্থবিডিঃ
‘পরিচ্ছন্নতা শুরু হোক অামার থেকে‘ এই স্লোগানে অাজ মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে বিডি ক্লিন পঞ্চগড় এর অায়োজনে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেয়।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে মকবুলার রহমান সরকারি কলেজ এর সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান দিকনির্দেনা মূলক অনেক কথা বলেন।
উল্লেখ্য, পরিচ্ছন্ন বাংলাদেশের এর স্বপ্নদ্রষ্টা ও বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন।
এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক পরিচ্ছন্নতা ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। বর্তমানে দেশের প্রায় ৫০ টি জেলায় বিডি ক্লিন এর কার্যক্রম চলমান। অচিরেই ৬৪ জেলায় কাজ শুরু করবে বিডি ক্লিন।
৩ জুন ২০১৬ তে প্রতিষ্ঠিত এই সংগঠনের সারা দেশে প্রায় ১৪,০০০ এর বেশি সক্রিয় স্বেচ্ছাসেবী কাজ করছে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।