মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পঞ্চগড়ে শোকের ছায়া

পঞ্চগড়ে এটাই স্মরণকালের সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা

0
1444

পঞ্চগড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের দশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাস আহমদ।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরর বরাত দিয়ে ওসি জানান, পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া দুই বোন পরিবহনের একটি মিনিবাস দশমাইল এলাকায় পৌঁছলে ভজনপুর থেকে আসা একটি বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে করে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে পাঁচ জনের মৃত্যু হয়। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর আরও চার জন মারা যান।”

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বি.দ্রঃ আহত, নিহতদের ছবি খুবই বিভৎস হওয়ায় দেয়া সম্ভব হলো না। 

Facebook Comments