মাতৃভাষা 
-মুহাম্মাদ কাউসার

মাতৃভাষা সেতো আমার মায়ের মুখের বুলি,
অবুঝ শিশুর ঠোঁটের ফাঁকে লুকানো হাসির ঝুলি।

মাতৃভাষা সেতো বুড়ি হয়ে যাওয়া নদীর কুল,
রাতের আঁধারে ঝরে যাওয়া নয়তো শিউলি ফুল।

মাতৃভাষা সেতো পাখির কণ্ঠে গাওয়া সুর,
গায়ের বঁধুর গল্পে কেটে যাওয়া ক্লান্ত দুপুর।

মাতৃভাষা সেতো সাদা-কালো মেঘের ভেলা,
শত শহীদের রক্তে গাথা মায়ের গলার মালা।

মাতৃভাষা সেতো পথিকের পথ চলা অবিরাম,
ভাষা শহীদদের দিতে পেরেছি কি সঠিক দাম?

মাতৃভাষা সেতো ঘটিয়েছে দুশমনের অবসান,
তবুও আজ গাইছি মোরা বিদেশি ভাষার গুনগান।

 

Facebook Comments