রেডিওটা একটু জোরে আওয়াজ করছিল
সে হয়তো জানতো বাংলার ভুতপূর্ব অবাক দেয়াল স্তব্ধ ছিল
হয়তো রেডিওর প্রতিধ্বনি প্রতিবাদ করছিল।
বার বার কি যেন বলছিল “জয় বাংলা” করে
যে মন্ত্রে তরুণরা ছিল দীক্ষিত সেই মন্ত্রে
দাউ দাউ করে জলছিল প্রলয়শিখা।
হয়তো বাস্তবে কোন দস্যু রাজ্য লুটছিল।
মাঝপথে যেন জাতির পিতা দিয়েছিল আঙুল তুলে
ওরে ছিলি তোরা কই মুক্তির দল দানব এল যে দ্বারে।
তবে আরকি জেগে উঠিল মুক্তি সেনার দল
রক্ত ঝরায়ে তাজা গন্ধে করেছিল নিষ্ফল।
Facebook Comments