ঠাকুরগাঁও শহরের বসিরপাড়া মহল্লার জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং পঞ্চগড় সুগার মিলের সিকিউরিটি ইনচার্জ খায়রুল আলম (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানা গেছে, গত মঙ্গলবার পঞ্চগড় বি.আর.টিসি গাড়িতে উঠার সময় গুরুতর আহত হন। পরে তাকে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে রংপুরে স্থানান্তরিত করা হয়। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকালকাল বুধবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাজা ও পরে হরিপুরে গ্রামের বাড়িতে ২য় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
Facebook Comments