প্রকৃতিতে এসেছে ফাগুন,
মনেতে লেগেছে আগুন
উত্তপ্ত মনে তপ্ত দেহে
কেমনে কাটিবে নিশি তুমি বিহনে?
আম্রমুকুলের ঘ্রাণরে নিয়ে
বহিছে বসন্ত বাতাস
অদূরে নিদ্রাহীন অবিশ্রান্ত পাপিয়ার
গানে মুখরিত চারিপাশ।
শরীরে আজ কামনা জেগেছে মনেতে লাগিছে সুখ
তোমারী মুখ দেখিতে আজ আমি বড়ই উৎসুখ।
ফাগুনের জোৎস্না জৌলুসে জেগেছে সারা ধরিত্রী
অধরা দুটো কেঁপেই চলেছে
পরভূত গুলো মানছে না দিবারাত্রি
নয়নে নয়ন রাখিবো তোমার
হাতেতে বাঁধিব হাত
শরীরের সাথে শরীরটা আজ
না হয় বাকি থাক।
আমার ফাগুনে তুমি ।। আন ইবনুল বাসার
Facebook Comments