এখন আমি সত্যপথে

0
1702

এখন আমি সত্য পথে
মো: মাসুদ রানা

আমার জীবনের নিয়ম পরিবর্তন করে
ফিরে এসেছি, ধরেছি সত্যের পথ।
নিয়ত করেছি মানবো কুরআন সুন্নাহর মত
দুনিয়ার মোহ আর মিথ্যা থেকে দূরে সরে।

যে জীবন ছিলো অমাবস্যার কালো
ছিলো কুকর্ম, ছিলো অবৈধ কাজে আবদ্ধ,
হায়! যদি মৃত্যুর পূর্বেও এসব থেকে যায়
চিন্তায় আমি নিস্তব্ধ,আমার বাক-রুদ্ধ!

তাই ফিরে এসেছি সত্যের পথে
এ পথেই থেকে যাবো যদি আল্লাহ চাহে,
তুমিও আসো এই পথে
সেই বাগানের ঘ্রাণ নিতে।

Facebook Comments