বৃথাচেষ্টা

রেজওয়ানা চৌধুরী রুবা

0
1101

দিব্যি আছি। রোজ খাচ্ছি, বায়না করছি,

প্রয়োজন মেটাচ্ছি,বিলাসিতা করছি,আমি দিব্যি আছি।

প্রতিবাদ করছি,মানুষের দুঃখে ব্যথিত হচ্ছি,

বখরা করছি,তবে দিব্যি আছি।

শতশত অপ্রত্যাশিত ঘটনা দেখছি,

হয়তবা দু’এক নির্ঘুম রাত কাটাচ্ছি,

কিন্তু তারপর আবার ফিরে আসছি স্বাভাবিকতায়।

খবরের চ্যানেলটা হুট করে পাল্টে দিচ্ছি,

আমি পত্রিকার সেই কলামটা না দেখার ভান করছি,দিব্যি আছি।

আসলেই কি দিব্যি আছি,নাকি থাকার অপচেষ্টা চালাচ্ছি?

আমি কাঁদছি নিঃশব্দে,হাসছি উচ্চস্বরে হা-হা-হা।

আমি রোজ বিকিকিনি করছি আামার ক্ষোভগুলোর সাথে বাস্তবতার।

আমি সামাজিক হওয়ার চেষ্টা করছি।

নিত্য উপহাসিত হতে হচ্ছে আমার অক্ষমতাগুলোকে।

Facebook Comments