আমন্ত্রণ

0
1300

আমন্ত্রণ

মো. বাদশা ফয়সাল

যাদুকাটা নদীর তীরে
ঝিরিঝিরি পাতার
অশ্বত্থ বনে।
সময়ের গুচ্ছ কাঁধে নিয়ে চলে এসো
এক শেফালী সকালে।
এখানে
সবুজের দেয়াল ভেঙে
সকালের তরুণ রোদ
হামাগুড়ি দিবে
তোমার চিবুকের তিলে।
তীর্থযাত্রীর মতো তোমাকে প্রদক্ষিণ করবে
বাতাসের সিঁড়ি বেয়ে
নেমে আসা
কাশফুলের নীরব গন্ধ।
রেলের হুইসেলের
বেগে ছুটে আসা
দুষ্ট বাতাসের দল
লুকোচুরি খেলবে
তোমার চুলের
বলিভিয়ান অরণ্যে।
এখানে
নেই কোনো হাহাকার,
নেই কোনো হলাহল।
এখানে
সারাদিন কবিতা পড়ে
নীল জলের কোলাহল।
এখানে
মন খারাপের মহাকাব্যগুলি হয়ে যায় তানসেনের মেঘমল্লার।
জীবন পাতার দূর্বোধ্য সমীকরণগুলি হয়ে যায়
হাস্যজ্জল নবজাতক।

Facebook Comments