একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের মানুষের চাওয়া

মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কৃষিশিল্পের প্রসারের ইসতেহারে সকলের দৃষ্টি

0
1402

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের মানুষের চাওয়া

অাল অামিন, স্টাফ রিপোর্টার, নিউজনর্থবিডিঃ

সর্ব উত্তরের হিমালয়ের পাদদেশ এর প্রান্তিক জনপদ পঞ্চগড়, সংসদীয় অাসন ১ ও ২ । একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ অঞ্চলের মানুষ চায় বিপুল কর্মসংস্থান ও উন্নতচিকিৎসা ব্যবস্থা।

এ অঞ্চলে বিপুল সংখ্যক কর্মক্ষম শিক্ষিত বেকার যুবক রয়েছে, একটি মাত্র বৃহৎ শিল্প প্রতিষ্ঠান থাকলেও টানা লোকসান ও অব্যবস্থাপনায় কারণে স্থবির পঞ্চগড় চিনিকল।

দেশের তৃতীয় বৃহত্তম চা অঞ্চল হওয়ায় কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার বিপুল সম্ভাবনা রয়েছে।

সদর হাসপাতালে চিকিৎসার মান নিয়ে হতাশ এলাকাবাসী, শুধু প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় রংপুর মেডিকেলে। রংপুর থেকে পঞ্চগড় এর দূরত্ব প্রায় ১৫০কি.মি. হওয়ায় পথেই মৃত্যু হয় অনেক মুমূর্ষু রোগীর।

পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের দাবি একটি মেডিকেল কলেজের। এতে করে অন্যতম মৌলিক অধিকার চিকিৎসা সেবা পাবে বৃহত্তর পঞ্চগড় ও ঠাকুরগাঁও এর মানুষ।

বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা ও ভারত,নেপাল,ভুটান ও চীনের সাথে যোগাযোগব্যবস্থার সম্ভাবনা থাকায় বিপুল পর্যটন ও বাণিজ্যের সম্ভাবনা রয়েছে এ জেলায়।

এ জেলায় একটি মেডিকেল কলেজ ও কৃষিনির্ভর শিল্প প্রতিষ্ঠান স্থাপন করলে পরিবর্তন হবে অার্থ সামাজিক অবস্থা ও জেলার মানুষের ভাগ্য।

Facebook Comments