জনগণের সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত প্রতিবিপ্লব হতে পারে : সারজিস আলম

জেলা সমিতি পঞ্চগড়, ঢাকার সেমিনারে কেআইবিতে

0
369

জনগণের সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত প্রতিবিপ্লব হতে পারে : সারজিস আলম

ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির উদ্যোগে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ২৮ সেপ্টেম্বর ২০২৪ (শনিবার) হয়ে গেল এক মিলন মেলা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক পঞ্চগড়ের সন্তান সারজিস আলমের সাথে পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা পঞ্চগড়ের উন্নয়নে করণীয় শীর্ষক এক চা চক্র এবং মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সারজিস আলম বলেন, গত দুই মাসে আগেও আমরা এই অবস্থায় ছিলাম না। আমি যেন বিপথে না যাই এজন্য আপনারা আমাকে গাইড করবেন। আমার পা যেন মাটিতেই থাকে। পঞ্চগড়ের ক্ষেত্রে আমরা যেন ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দেই।

এতে সভাপতিত্ব করেন জেলা সমিতির সভাপতি মাহাবুবুর রহমান ফারুকী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কৃষিবিদ ড.আব্দুর রহমান। মতবিনিময় সভায় বক্তাদের বক্তব্য থেকে পঞ্চগড়ের বন্ধ সুগার মিল চালু, মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, পঞ্চগড় সদর হাসপাতালের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ডাক্তার বাড়ানো, জোনাল বিদ্যুৎ অফিস ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ে আলাদাকরণ, একটি ভালো মানের বিশ্ববিদ্যালয় স্থাপন, পঞ্চগড় কাঁচা চা পাতার নায্য মূল্যের জন্য সমতলের আইন, ক্রীড়া ক্ষেত্রের প্রসার বৃদ্ধি, বাংলাবান্ধা স্থলবন্দরকে ব্যবসা বান্ধবকরণ, ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট চালু সহ ১৩ টি সমস্যা উঠে আসে যা সমাধানের জন্য একটি টেকনিক্যাল টিম দ্রুত গঠন করা হবে।

সারজিস আলম পঞ্চগড়ের বিভিন্ন সমস্যা নিয়ে উঠে আসা ১৩ টি পয়েন্ট উল্লেখ করে বলেন, এগুলো বাস্তবায়নের জন্য তিনি চেষ্টা চালাবেন। বর্তমান উপদেষ্টাদের সঙ্গেও তিনি যোগাযোগ করবেন।

সারজিস আলম বলেন, জনগণের সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত প্রতিবিপ্লব হতে পারে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কোনভাবেই আমাদের ঐক্য বিনষ্ট করা যাবে না।

সমন্বয়ক সারজিস আলম বলেন এই দাবীগুলো যৌক্তিক এবং এগুলোর সাথে আমি একমত পোষণ করছি , এই দাবীগুলো প্রতিটা মন্ত্রণালয়ে আমি নিজ দায়িত্বে পৌঁছাবো, তবে এর জন্য আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন। জেলা সমিতির নেতৃবৃন্দ সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি ধারাবাহিক রুটিন কাজ হিসেবে পঞ্চগড়ের উন্নয়নে এই দাবীগুলোর প্রতি শুরু থেকেই সোচ্চার এবং কাজ করার লক্ষ্যে বরাবরই পঞ্চগড়ের বিশিষ্ট জনদের নিয়ে আলোচনা করেন।

 

Facebook Comments