“সচেতনতা বৃদ্ধিই আমাদের লক্ষ্য” এই স্লোগান নিয়ে ১২জুন পঞ্চগড়ে শতাধিক স্কুলে বৃক্ষ রোপন কার্যক্রম এর মধ্য দিয়ে ভাউলাগন্জ হাজী আজহারউদ্দীন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করে যাত্রা শুরু করলো Terrain care Foundation. সংগঠনটি জলবায়ু নিয়ে কাজ করার লক্ষ্য নিয়ে সারাদেশে কাজ করবে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা সেলিম রহমান । এখন পঞ্চগড়সহ ১১টি জেলায় কাজ করছে।

মাটি,পানি,বায়ু থেকে শুরু করে জলবায়ু পরিবেশ ও সমাজের নানা সমস্যা সচেতন করার লক্ষ্যে এগিয়ে যাবে এই প্রত্যাশা সংগঠকদের ।

১২ জুন শনিবাার বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন হাজী আজহারউদ্দীন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি, টিসিএফ এর প্রতিষ্ঠাতা সেলিম রহমান
পঞ্চগড় টিসিএফ এর আহবায়ক শফিক আহমেদ
যুগ্ম আহবায়ক মুনসাদ মান্নান , ভাউলাগন্জ শাখার সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক লিপু ইসলাম সহ আরো অনেকে।

টিসিএফ এর প্রতিষ্ঠাতা সেলিম রহমানের সাথে কথা বলে জানা যায় তারা স্কুল গুলোতে বৃক্ষ রোপণ করছে সচেতনতা বৃদ্ধির জন্য। কারণ স্কুলে যারা আসে শিক্ষা নিতে আসে, তাই বৃক্ষ রোপন স্কুলে করলে শিক্ষিত বড় একটা সংখ্যা সচেতন হবে বলে মনে করেন। তার কথা মতে আগামী প্রজন্ম যেন সুস্থ পৃথিবী পায় এবং পানি ও অক্সিজেনের যে বড় সংকট অসংঙ্কা করছে বিজ্ঞানীরা তা নিরসন হবে বলে মনে করেন তিনি।

তিনি আরোও বলেন সুস্থ ও সুন্দর পৃথিবী গড়তে সচেতনতা বৃদ্ধি এবং সকলের চেষ্টা প্রয়োজন। সচেতনতা হোক আমার থেকে শুরু। তাই যারা কাজ করছে তারা সচেতন হচ্ছে এবং তার আশেপাশের সবাইকে সচেতন করছে।

Facebook Comments