ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

0
963
ফাইল ছবি

ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পরেছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় একটি মালবাহি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়েছে। লাইন পরিবর্তনের সময় এ দুর্ঘটনা ঘটে। ফলে এই স্টেশন হয়ে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পরেছে।

শুক্রবার (৫ মে) দুপুর ২টার দিকে ঈশ্বরদী-বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া স্টেশনে এই ঘটনাটি ঘটে।

ফাইল ছবি

বাংলাদেশ রেলওয়ে সিরাজগঞ্জ বাজারের উপ-বিভাগীয় প্রকৌশলী (রেলপথ) আহসানুর রহমান জানান, ঈশ্বরদী-বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া স্টেশনে লাইন শাল্টিংয়ের (লাইন পরিবর্তন) সময় মালবাহি একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এতে উত্তর ও দক্ষিনাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে বগি দুটি উদ্ধার করার পর রেলপথ সচল হলে উত্তর ও দক্ষিনাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

 

Facebook Comments