পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা শুরু

শীঘ্রই পার্বতীপুর জংশন হয়ে চালু হতে যাচ্ছে আরোও তিনটি ট্রেন   

0
1603

স্বল্প পরিসরে পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা শুরু

শীঘ্রই পার্বতীপুর জংশন হয়ে চালু হতে যাচ্ছে আরোও তিনটি ট্রেন

কবির হোসেনঃ মহামারি রোগ কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ ২০২০ খ্রি. থেকে বাংলাদেশ রেলওয়ের সকল ট্রেন বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ ৬৮ দিন পরে আবার শুরু হল ট্রেন সার্ভিস। রেলভবনের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মার্চ ৮ টি আন্তঃনগর ট্রেন দিয়ে শুরু হল ট্রেন চলাচল। যার মধ্যে পার্বতীপুর জংশন হয়ে শুধু মাত্র “পঞ্চগড় এক্সপ্রেস” ট্রেনটি আজ ঢাকার উদ্যেশ্যে যাত্রা করে। ট্রেনটি ১২:৩০ মিনিটে পঞ্চগড় ছেড়ে আসে এবং ১৫:৩৫ মিনিটে পার্বতীপুর ছেড়ে যায় এবং সংযুক্ত লোকোমোটিভ নং ছিলো ৬৫১৫। করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ট্রেনটিতে সিট বিক্রয় করা হয়েছে ৫০%, অর্থাৎ একটির পর একটি সিট বিক্রয় করা হয়েছে। আগের মতই ট্রেনটিতে চার প্রকারের সিট সংযুক্ত আছে, এসি সিট, এসি স্লীপার, স্নিগ্ধা ও শোভন চেয়ার এবং ভাড়ার কোন পরিবর্তন হয়নি।

পার্বতীপুর জংশনে যাত্রাবিরতিতে আজকের পঞ্চগড় এক্সপ্রেস

যাত্রীদের কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে এবং স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীরা জানান, স্টেশনে প্রবেশের সময় হাত পরিষ্কার করা এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও দূরত্ব বজায় রেখে ট্রেনে উঠতে হয় যা অনেক ভাল উদ্যোগ। ট্রেনটি কমলাপুর থেকে আজ ৩১ তারিখ আবার পঞ্চগড়ের উদ্যেশ্যে ছেড়ে আসবে। সকল টিকেট বিক্রয় হচ্ছে অনলাইনে এবং সকল টিকেট কাউন্টার আপাতত বন্ধ রাখা হয়েছে। যাত্রীরা অনলাইনের ইমেইলের হার্ড কপি (প্রিন্ট কপি) দিয়ে ট্রেনে ভ্রমণ করছেন।
উল্লেখ্য, আগামী ৩রা জুন থেকে পার্বতীপুর হয়ে আরও তিনটি ট্রেন ছেড়ে যাবে। ট্রেন গুলো হলো
৭২৮ নং রুপসা এক্সপ্রেস (চিলাহাটী-খুলনা)
৭৬৬ নং নীল সাগর এক্সপ্রেস (চিলাহাটী-ঢাকা)
৭৯৮ নং কুড়িগ্রাম এক্সপ্রেস (কুড়িগ্রাম-ঢাকা)

ছবি ও সংবাদদাতা কৃষিবিদ কবির হোসাইন
ছবি ও সংবাদদাতাঃ কৃষিবিদ কবির হোসাইন

 

 

Facebook Comments