পঞ্চগড়ের ছেলে রাশেদ মামুনের নাটক প্রচারিত হবে অার টিভিতে

0
1732

পঞ্চগড়ের ছেলে রাশেদ মামুনের নাটক প্রচারিত হবে অার টিভিতে

স্টাফ রিপোর্টার, আল আমিনঃ
পঞ্চগড়ের ছেলে রাশেদ মামুন অভিনিত নাটক “হৃদয়ঘটিত” আর টিভিতে প্রচারিত হবে অাজ শুক্রবার (৫ অক্টোবর) রাত ৮.০০ মিনিটে। এছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সজল, খলিলুর রহমান কাদরী, প্রিয়াঙ্কা জামান, টুটুল চৌধুরী, আর জে রনি সহ অনেকে। নাটকটি রচনা করেছেন মাহমুদ দিদার এবং পরিচালনা করেছেন লিপি আইচ।

উল্লেখ্য মাছরাঙ্গা চ্যানেল, একুশে টিভি চ্যানেল সহ বেশ কয়েকটি জনপ্রিয় টিভি চ্যানেলে রাশেদ মামুনের নাটক প্রচারিত হয়েছিল।

Facebook Comments