পঞ্চগড়ে কাদিয়ানী বিরোধী খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত
নিউজ নর্থবিডিঃ ১৬ এপ্রিল ২০০১৯, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে পীরে কামেল শাইখুল ইসলাম শাহ্ আহমদ শফী বলেছেন কুরআন হাদিস ও ইসলামি নীতিমালার ভিত্তিতে কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম ও কাফের।
এদের মুসলমানের কবরস্থানেও দাফন করা যাবেনা।

সরকারের কাছে অনুরোধ করা হবে কাদিয়ানীদের যেন সরকারি ভাবে অমুসলিম ঘোষনা করা হয়।
উল্লেখ্য সৌদিআরব, পাকিস্তান, ভারত সহ অনেক দেশে কাদিয়ান দের অমুসলিম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ষ্টেডিয়ামে খতমে নবুওয়ত সংরক্ষন পরিষদ পঞ্চগড় এর আয়োজনে অনুষ্ঠিত খতমে নবুয়ত সন্মেলনে তিনি উপর্যুক্ত কথা বলেন।
আহমদ শফী বলেন, যারা কাদিয়ানীদের অমসলিম দাবি করেন না, তারাও অমুসলিম।
অবৈধ অর্থ এবং লোভ লালশায় যারা কাদিয়ানিদের দলে চলে গেছে তাদের ফিরানো চেষ্টা করতে হবে।
পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট এর সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আলেম অলেমাগন উপস্থিত ছিলেন
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন যারা শেষ নবী (সা.) কে শেষ নবী মানে না তারা মুসলিম হতে পারে না ।
সন্মেলনকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে পঞ্চগড় স্টেডিয়াম মাঠে। পরে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা।
কয়েক স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়।
এ ইসলামী সম্মেলন এ প্রচুর ধর্মপ্রাণ মুসলিম অংশ নেন।। কোনো রকম অপ্রিতিকর ঘটনা ছাড়াই খতমে নবুয়ত সম্মেলন শেষ হয়।।