পঞ্চগড় ও ঠাকুরগাঁও বাসীর প্রাণের দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে

পঞ্চগড় পর্যন্ত বর্ধিত হচ্ছে একতা ও দ্রুতযানের রুট

0
2660

সব ঠিক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন দুটি সরাসরি পঞ্চগড় টু ঢাকা চলাচল করবে, পূরণ হতে যাচ্ছে ঠাকুরগাঁও ও পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের স্বপ্ন, হতে যাচ্ছে আন্দোলনের বাস্তবায়ন ।

চালু হলে ট্রেন কখন ছাড়বে সে সিডিউলও ইতিমধ্যে ঠিক করা হয়ে গিয়েছে।

দ্রুতযান পঞ্চগড় ছাড়বে ০৭.২০ মিনিটে ও একতা পঞ্চগড় ছাড়বে ২১.০০ মিনিটে।

এজন্য কমিউটার ডেমু ট্রেনেরও সময় আংশিক পরিবর্তন হবে।
পার্বতীপুর ছাড়বে ১৫.০০ মিনিট
ও পঞ্চগড় ছাড়বে ১৮.১৫ মিনিটে।

শাটলের স্টপেজ একতা ও দ্রতযানের জন্য প্রযোজ্য হবে। মানে শাটল দিনাজপুর পর্যন্ত যেতে যে যে স্টেশনে থামতো, সেই স্টেশন গুলোতে স্টপেজ বহাল থাকবে।

দিনাজপুর থেকে একতা ও দ্রতযান এবং দিনাজপুর থেকে ঢাকা এবং ঢাকা পূর্বের সময় বলবৎ থাকবে।

ট্রেনের গতি নির্ধারিত হয়েছে- ৭৫ কি.মি / ঘন্টা বুক স্পীড এবং
৮০ কি.মি/ ঘন্টা সেকশন স্পীড

আর এদিন থেকে ২ রেকের বদলে ৩ রেকে চালানো হবে ট্রেন গুলো, নীলসাগরের রেকটি নিয়ে নীলসাগরকে আপাতত এলএইচবি রেক দেওয়া হবে। পিটি ইনকার সবুজ ব্রডগেজ প্রথম চালানের সবগুলোই পঞ্চগড় বেজ হয়ে যাচ্ছে।
উল্লেখ্য,  আগামী ১০ তারিখ হতে নীলসাগরের পিটি ইনকা রেক একতা-দ্রুতযান কে দিয়ে ৩ রেক করে পঞ্চগড় পর্যন্ত বর্ধিত করা হবে।
নীলসাগরকে দেয়া হবে কপোতাক্ষের LHB রেক। কপোতাক্ষ পাবে সাদা ইনকা ।

পঞ্চগড়-ঢাকা ট্রেন চালুর জন্য কিছুদিন আগে বিশেষজ্ঞদের একটি টিম পঞ্চগড় স্টেশন  পরিদর্শন করে।

পঞ্চগড় রেলওয়ে স্টেশন ইতিমধ্যে প্রস্তুত হলেও কিছু কাজ, আধুনিকায়ন বাকী আছে যা এরই মধ্যে ট্রেন চালুর আগে সেরে ফেলা হবে।

তথ্যঃ Bangladrsh railway fans’ forum(brff)
ছবিঃ মোতাহার হোসেন মুরাদ

Facebook Comments